Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

৬নং বাউরা ইউনিয়ন পরিষদের জাতীয় তথ্য বাতায়নের ভার্সন-৩ এর তথ্য আপডেট এর কাজ চলছে , ...........................


শিরোনাম
২৫ বছর পর অক্ষত মৃতদেহ! রওশন হাবীব বাউরা ইউ.পি
বিস্তারিত
চাঁদপুর: ২৫ বছর আগে দাফন করা একটি মৃতদেহ কবরের পাশ ভেঙে যাওয়ায় অক্ষত অবস্থায় পাওয়া গেছে।
 
হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের অলিপুর মাজার সংলগ্ন দিঘীর দক্ষিণ পাড়ের কবরস্থানে ওই মৃতদেহের খোঁজ পাওয়া যায়।
 
জানা যায়, অলিপুর গ্রামের মরহুম বকতেয়ার মিজি সাত গাঁয়ের মোল্লা হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। তার ছেলে হাজি ইসমাইল মিজি ১১০ বছর বয়সে ১৯৮৮ সালে মারা গেলে দিঘীর দক্ষিণ পাড়ে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
 
কয়েক দিনের বৃষ্টিতে গত সোমবার দিঘীর পাড়ে কবরস্থানের একটি অংশ ভেঙে পড়ে। এতে ২৫ বছর আগে দাফন করা  ইসমাইল মিজির কবরের একাংশ ভেঙে কাফনের সাদা কাপড়সহ মৃতদেহটি অক্ষত দেখা যায়।
 
এ খবর এলাকায় চাউর হলে স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। উৎসুক হাজারো জনতা দূর-দূরান্ত থেকে সেখানে এসে ভিড় জমায় লাশটিকে একনজর দেখার জন্য।
 
এ ব্যাপারে মৃত হাজি ইসমাইল মিজির ছেলে আব্দুল মমিন (৮৫) জানান, মৃতদেহটি তার বাবার। তিনি আজীবন সৎভাবে চলার চেষ্টা করেছেন।
 
এলাকার কয়েকজন বয়োবৃদ্ধ বলেন, হাজি ইসমাইল মিজি পরহেজগার মানুষ ছিলেন। ওই আমলে তিনি পায়ে হেঁটে মক্কা শরীফ গিয়ে হজ পালন করেছেন।
 
বাংলামেইল২৪ডটকম/ এমএস/ ১১৩২ ঘণ্টা, ১০ সেপ্টেম্বর ২০১৩
ছবি
ছবি
ডাউনলোড